টাঙ্গাইলের ঘাটাইলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। শাহ সুলতান ফাহাদ (২০) নামের ওই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর (ফকির মার্কেট) এলাকার সাগরদীঘি-ঘাটাইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ সুলতান ফাহাদ সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামের মাওলানা মো. বুলবুল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাগরদীঘি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সুলতান। কামালপুরের ফকির মার্কেট এলাকায় পৌঁছলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই আরোহী । প্রথমে প্রাথমিক চিকিৎসা দিতে সাগরদীঘি গেলে অবস্থা আশঙ্কা জনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।
এ বিষয়ে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে দিয়েছে। তবে গাড়ীর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর