
কিশোরগঞ্জে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদসহ সহায়-সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা এবং খুন-জখমের হুমকির অভিযোগ উঠেছে সাবেক জেলা প্রশাসক (ডিসি) বড় ভাইয়ের বিরুদ্ধে। এ পরিস্থিতিতে বড় ভাইয়ের রোষানল থেকে বাঁচতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই আব্দুল করিম মোল্লা।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে অনলাইন নিউজ পোর্টাল কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আব্দুল করিম মোল্লা অভিযোগ করেন, তার বড় ভাই আব্দুর রহিম মোল্লা একজন সাবেক জেলা প্রশাসক (ডিসি)। এই পরিচয় ও প্রভাবে বড় ভাই আব্দুর রহিম মোল্লা, ভাবি শেলোরা মোল্লা এবং তাদের মদতদাতা ও সহযোগীরা আক্রোশমূলকভাবে তাকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদসহ সহায়-সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা করছেন। তারা তাকে বাসাবাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়ার জন্য খুন-জখমের হুমকি দিচ্ছেন। খুন-জখমের হুমকির ঘটনায় গত ২০শে নভেম্বর আব্দুল করিম মোল্লা কিশোরগঞ্জ মডেল থানায় জিডি করেছেন। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আব্দুল করিম মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বড় ভাই আব্দুর রহিম মোল্লার সাথে পারিবারিক ও পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। আমার বড় ভাই লোভের বশবর্তী হয়ে আমাকে পারিবারিক ও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছেন। তার লোলুপ দৃষ্টি থেকে সহায়-সম্পত্তি এবং আমার বসবাসের জেলা শহরের উকিলপাড়া নীলগঞ্জ রোড এলাকার পারিবারিক বাসাবাড়িটি রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছি। অন্যায়ভাবে তিনি আমার সমুদয় সহা-সম্পত্তি গ্রাস করতে চান। এ রকম পরিস্থিতিতে বসবাসের পারিবারিক বাসাবাড়িটি রক্ষার জন্য আমার ভাবি শেলোরা মোল্লাকে বিবাদী করে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি মোকদ্দমা দায়ের করেছি। বর্তমানে মোকদ্দমাটি চলমান রয়েছে। এতে আমার বড় ভাই আব্দুর রহিম মোল্লা ও তার সহযোগীরা আমার প্রতি চরমভাবে ক্ষিপ্ত হন। তারা আমাদেরকে বাসাবাড়ি থেকে জোর করে বের করে দেয়ার জন্য খুন-জখমের হুমকিসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছে।
এ রকম পরিস্থিতিতে গত ২০শে নভেম্বর আমি কিশোরগঞ্জ সদর থানায় জিডি (নং-১১৫৩) করেছি। সংবাদ সম্মেলনে আব্দুল করিম মোল্লা জানান, তাদের পারিবারিক ও পৈত্রিক সহায়-সম্পত্তি ভাগ-বাটোয়ারা হয়নি। ইটনা উপজেলার বাদলা গ্রামের বাড়িতে জোর করে তার বড় ভাই ২০ একরেরও বেশি জমি দখল করে নিয়েছেন। এখন শহরের বাসাবাড়িটিও তিনি দখলে নিয়ে যেতে উঠে পড়ে লেগেছেন। সাবেক ডিসি পরিচয়ের প্রভাব খাটিয়ে তিনি নানাভাবে তাকে হেনস্তা করছেন। আব্দুল করিম মোল্লা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, নিজে লেখাপড়া না করে কৃষিকাজ করে বড় ভাইকে লেখাপড়া করিয়েছি। এখন তিনি আমাকে এমন প্রতিদান দিচ্ছেন! আব্দুল করিম মোল্লা নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে তার ছোট ছেলে আশিকুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে আব্দুর রহিম মোল্লা সাংবাদিকদের বলেন, জেলা শহরের উকিলপাড়া এলাকায় আমার স্ত্রী তার কেনা জায়গায় একটি বাসা করেছে। বাসাটির নিচতলা আমার ছোট ভাই দখল করে রেখেছে। ১৬/১৭ বছর ধরে আমার স্ত্রী এ ব্যাপারে একটি জিডিও করতে পারেনি। কারণ তার ছেলে আওয়ামী লীগের নেতা। সরকার পরিবর্তন হওয়ার পর আমার স্ত্রী থানায় একটি জিডি করেছে। জিডির কপি সেনাবাহিনীর ক্যাম্পেও দেয়া হয়েছে। ছোট ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে আমার কোন কথাই হয়নি। তাই আমার ব্যাপারে সংবাদ সম্মেলন করার কিছু নেই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর