
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে বিএনপি’র আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “উন্নত রাষ্ট্র গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় তিনি আরো উল্লেখ করেন, “আওয়ামী লীগের শাসনামলে লাকসাম-মনোহরগঞ্জ এলাকার যে সকল বিএনপি নেতাকর্মী গুম-খুন হয়েছেন, তাদের সকলের হিসাব দিতে হবে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহ সুলতান খোকন, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা মো: আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা (দঃ) জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভুঁইয়া, মনজুরুল আলম মজনু, এসএম মুনসুর, আবদুল মুনাফ, মোহাম্মদ আলী, এম শওকত হোসেন শিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এটি একটি গুরুত্বপূর্ণ জনসভা ছিল যেখানে নেতারা সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং জনগণের সমর্থন লাভের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর