
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সুন্দরবন প্রেসক্লাবের হল রুমে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি পীষুষ বাউলিয়া পিন্টু।
নতুন কমিটিতে সভাপতি পদে বিলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মাফুজুর রহমান তালেব, সহ-সভাপতি পদে পীষুষ বাউলিয়া পিন্টু, সাধারণ সম্পাদক পদে জি এম মাছুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে রকিব হাসান, দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক পদে আশিকুর রহমান, এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দিপক মিস্ত্রী, আক্তার হোসেন ও আশিকুজ্জামান লিমন নির্বাচিত হয়েছেন।
মধ্যাহ্ন ভোজনের পর সুন্দরবন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস প্রদান করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর