নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে ডিসেম্বর শেষে সরকার কাছে সংস্কার প্রস্তাব হস্তান্তর করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
শনিবার(২৩ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
সংস্কার কমিশনের কাজ কতটুকু এগিয়েছে জানতে চাইলে তিনি বলেন,অনেক এগিয়েছে। আমরা সংলাপ করছি।আমরা অনেক দূর এগিয়েছি। ডিসেম্বর শেষে আমরা সংস্কার প্রস্তাব গুলো সরকারের কাছে হস্তান্তর করব।
নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমার আঙ্খাকা, দেশবাসীর আঙ্খাকা যে অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্ক সৃষ্টি করছে তার অবসান যেন হয়।
তিনি বলেন,আমি আশা করি যে তিনটি নির্বাচন কমিশনের অধীনে যে কলঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারসাজির মাধ্যমে নির্বাচন ব্যবস্থকে ফেলে দেওয়া হয়েছে তা উত্তোলন করবে এবং নতুন যে কমিশন তারা সাহসীকতার সঙ্গে কাজ করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে যার ফলে আমাদের গনতান্ত্রিক ব্যবস্থাকে একটা ভিত্তির উপরে দাঁড় করাবে।এটাই আমার প্রত্যাশা একই সাথে জাতির প্রত্যাশা।
বিগত তিন নির্বাচন কমিশন ও নতুন নির্বাচন কমিশনের মধ্যে পার্থক্য কি হবে?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,গত তিন নির্বাচন কমিশন তো পক্ষপাতদুষ্ট ছিলে।তারা জনস্বার্থের পরিবর্তে ক্ষমতাসীন দলের স্বার্থে কাজ করেছে।তারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমি আশা করি নতুন কমিশন সেই পথে হাটবেন না।আমি নিশ্চিত যে এই নতুন নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট নয়।এই কমিশন জনস্বার্থে কাজ করবে।তারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে শক্তভাবেই দাঁড় করাবে।
নতুন নির্বাচন কমিশনকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমরা কোনোভাবে সহায়তা করতে পারলে তা করতে আমরা অতন্ত্য আগ্রহী এবং আমরা কতগুলো সংস্কার প্রস্তাব উত্তাপন করবে আশা করি তা তাদের কাজে লাগবে।
কি ধরনের প্রস্তাব থাকবে নতুন নির্বাচন কমিশনের কাছে?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।আমরা পর্যালোচনা করছি।
সরকারের সাবেক সচিব এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রীপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ নতুন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন। এই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর