
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন সংস্কার শুরু করবে, বাকিরা সেটিকে এগিয়ে নিয়ে যাবে। একজনই সংস্কার শেষ করবে সেটি হতে পারে না। তিনি বলেন, আমরাই দু’বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি।
শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশ স্বরাচারমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। এজন্য নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে।
তিনি আরো বলেন, যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত একযুগের বেশি সময় ধরে আন্দোলন পরিচালনা করছিলো। সেই লক্ষ্যেকে বাস্তবায়ন করতে নির্বাচন প্রয়োজন।
সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নিজের জন্য নির্বাচন চায় না। বিএনপি নির্বাচন চায় এদেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, যার ভোট সেই দিক, বিএনপি সেটা চায়।
সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এর আগে দিনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর