নেত্রকোনায় গণফোরামের জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট আমিরুল ইসলাম ভূইয়া ও সদস্যসচিব অ্যাডভোকেট বজলুর রহমান তুলিপকে নির্বাচিত করা হয়।
২২ সদস্য বিশিষ্ট জেলা গণফোরামের নবগঠিত অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট সামসুদ্দিন আহমেদ, শাহ্ নুরুজ্জামান, মজিবুর রহমান ফকির, অধ্যাপক রফিকুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার, মোছা. রহিমা আক্তার, মিসেস মনোয়ারা বেগম, মো. নুরুজ্জামান খান, মো. শফিকুল ইসলাম চন্দন, মো. আনোয়ার হোসেন, আল মামুন তালুকদার, মো. হুমায়ুন কবীর খোকন, ফজলুল হক তালুকদার, সোহেল তালুকদার, মাজারুল হক মাস্টার, বজলুর রহমান তালুকদার, আইরিন সুলতানা, শফিকুল ইসলাম, মো. ফজলুল হক ও আব্দুল কাদির।
এর আগে "বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই" এ স্লোগানে গণফোরামের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। গণফোরাম নেত্রকোনা জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনে শনিবার দুপুরে জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমিনূল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মীসভায় বক্তব্য রাখেন- গণফোরামের কেন্দ্রীয় সমন্বয়কারী শাহ্ নুরুজ্জামান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম ভূইয়া, অ্যাডভোকেট বজলুর রহমান তুলিপ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর