মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষ্টপুর-হরগজ মোড় এলাকায় মেসার্স রাকিব এন্টারপ্রাইজ নামের এক খোলা জ্বালানি তেল (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতাউর রহমান নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।
আহত আতাউর রহমানকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, খোলা তেল বিক্রির দোকানটি বড় ড্রামে তেল সংরক্ষণ করে ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে অটোমেটিক পদ্ধতিতে যানবাহনে তেল সরবরাহ করে আসছিল। এভাবে তেল বিক্রির জন্য প্রতিষ্ঠানটির ছিল না অনুমোদন।
প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান।
তিনি বলেন, এসময় দোকানটিতে সংরক্ষিত রাখা ৩৫ লক্ষ টাকার জ্বালানি তেলের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন পাশের একটি পোল্ট্রি ফার্মে ছড়িয়ে পড়লে সহস্রাধিক মুরগি মারা যায় সেখানেও ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় আতাউর রহমান নামের এক ব্যক্তি অগ্নি দগ্ধ হয়। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর