
বগুড়ায় কনসার্ট চলাকালীন সময়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক থাই গ্লাসের মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত ৯ টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় জানান, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষ্যে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে ঘিরে প্রচুর মানুষের সমাগম ঘটে। চলাকালীন সময়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান গুরুতর আহত হয়। তখন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন। তিনি জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, কি কারণে হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর