দীর্ঘ ১০ বছর পূর্বে আওয়ামীলীগ শাসনামলে বন্ধ হয়ে যাওয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আলহাজ্ব জুট মিল খুলে দেয়াড় দাবীতে মানববন্ধন করেছে কারখানার জাতীয়তাবাদী শ্রমিকদল।
রবিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-দিকপাইত-তারাকান্দি মহাসড়কে জুটমিলের প্রায় দেড় সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক এ মানববন্ধনে অংশনেয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজিত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
আলহাজ্ব জুট মিল জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি বাবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। কারখানার জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল এর সঞ্চালনায় উপজেলা জাতীয়তাবাদীদলের ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, শ্রমিকদল নেতা দুলাল হোসেন, মিনহাজ আহমেদ, নূরুল ইসলাম, মকবুল হোসেন, নজরুল ইসলাম, হায়দার আলী, বাদশা মিয়া, আকরাম হোসেন, শিপন মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৮ ইং সালে আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী ডা. মুরাদ হাসানের অবহেলা ও অদূরদর্শীতার কারণে আলহাজ্ব জুট মিল বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে সাড়ে চার হাজার শ্রমিক।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর