টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও প্রয়াত শামসুল হক সাহেবের নাতি রফিকুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বসত ঘরে ঢুকে হাত পা বেঁধে ঘরে থাকা সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। রবিবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের বেইলা গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতো ওই বিএনপি নেতা রফিকুল ইসলাম তার পরিবার-পরিজন নিয়ে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় ঘরে থাকা সবাইকে দেশীয় অস্ত্রেও ভয় দেখিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমারি ও টাঙিয়ে থাকা সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা চলে গেলে ডাক চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়।
এ ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আ. রাজ্জাক বলেন, গত রাত আড়াইটার দিকে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দেয়াল টপকে গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পরে শব্দ শুনে দরজা খুললে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা লোকজনকে মারধর করেন। পরে হাত-পা বেঁধে রেখে সোনার গহনা, নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর