নড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার ছয় ঘুরিয়া গ্রামের মুকুল মোল্যার স্ত্রী। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তাসলিমা বেগম আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ২৩ এপ্রিল বেলা পৌনে ১টার দিকে নড়াইল-যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া শিবতলা কালিমন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশিকালে বাস থেকে নেমে তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর