
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কুষ্টিয়া বিলে অভিযান চালিয়ে চায়না দোয়ার জাল জব্দ করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জব্দকৃত চায়না দোয়ার জালগুলো কুষ্টিয়া বিলের পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জীববৈচিত্র্য রক্ষায় মাছের প্রজনন বৃদ্ধিতে সকাল থেকে এ অভিযান শুরু করা হয়। উপজেলার ধুবড়িয়ার কুষ্টিয়া বিলের পাড়ে জব্দকৃত চায়না দোয়ারগুলো এনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ্ নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ্ জানান, বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন রক্ষায় কুষ্টিয়া বিলকে নিরাপদ করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর