
সাভার হেফাজতে ইসলামীর কোন নেতাকর্মীকে মিথ্যাভাবে হয়রানি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর হেফাজতের নেতাকর্মীরা।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা এ হুঁশিয়ারি দেন।
এসময় হেফাজতের নেতাকর্মীরা জানায়, সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা জেলা উত্তর হেফাজত ইসলামীর সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের বিরুদ্ধে তথ্যবিহীনভাবে নিউজ প্রচার করেন। সেই তথ্য নিয়ে যে নিউজ প্রচার হয়েছে তা মিথ্যা বলে অভিযোগ তুলে তারা সুষ্ঠু ভাবে তদন্তের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বককর সরকার ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এসময় তারা মিথ্যাভাবে তার বিরুদ্ধে অন্যায় ভাবে কিছু করলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। উল্লেখ্য ঢাকা জেলা হেফাজত উত্তরের নায়েবে আমির সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার মডেল থানা ও আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত কয়েকদিন আগে তাকে তার ট্রাভেল প্রতিষ্ঠানে গ্রেপ্তার করতে আসলে নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেপ্তার না করেই ফিরে যায়।
দুটি মামলাসহ তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাখান করে হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি কোন অন্যায় করেননি। তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ করতে পারবে না বলেও জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতী আমিনুল ইসলাম কাসেমী, প্রচার সম্পাদক মুফতী সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর