পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণকারী প্রতিষ্ঠানের রড ডাকাতির ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মীদের অস্ত্র ঠেকিয়ে ১০ টন রড নিয়ে গেছে ডাকাত দল।
শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মানিকগঞ্জ শহরের বিদ্যুতের গ্রিড থেকে শিবালয় উপজেলায় সাব-স্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য বিজিসিবি বৈদ্যুতিক সঞ্চালন লাইন নির্মাণ হচ্ছে। ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সঞ্চালন লাইন নির্মাণের কাজ করছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি টিনশেড গোডাউনে নির্মাণ কাজে ব্যবহৃত রড সংরক্ষিত ছিল। গতকাল (শনিবার) রাত দুইটার দিকে মুখোশধারী একদল ডাকাত পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে দশ টন রড লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহনেওয়াজ বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনা অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর