সিরাজগঞ্জে আব্দুল বাসেদকে কাঁচি দিয়ে হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
রবিবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের কানিজ ফাতিমা এই রায় দেন। সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার নবাব বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামী আবু শাহীন সিরাজগঞ্জ জেলার কাজপুর উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, গত ৫ জুলাই ২০২০ সালের নিহত আব্দুল বাসেদের ভাবি আলেয়া খাতুন বাড়ির পাশে বাঁশের বেড়া দেন। এ নিয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনের সাথে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা কাঁচি দিয়ে আব্দুল বাসেদকে আঘাত করেন আবু শাহীন। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহতের স্ত্রী রিনা খাতুন বাদী হয়ে আবু শাহীন, তাঁর স্ত্রী সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ শেষে আজ রবিবার আবু শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেফালী খাতুন ও মুন্নি খাতুনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর