
দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে আবারো সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।
জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি। আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষণা করেন তিনি। এসময়ে হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন।
সাবেক এমপি আরো বলেন, বিগত ১৬ বছরে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সব উন্নয়নমূলক কাজ থমকে আছে। তাই এলাকার জনগণকে পাশে নিয়ে উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রতিশ্রুতি নেন এ বিএনপি নেতা।
তিনি বলেন, আমার শিল্প কলকারখানা রয়েছে। বিগত আমলে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসি দিতে চেয়েছিল, বিভিন্ন মিথ্যা মামলার ভয় দেখিয়েছিল, তারা আমার ব্যবসা ধ্বংস করবার পায়তারা করেছিল। কিন্তু আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। গত ৫আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী পতনের মাধ্যমে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে। আগামীতে জনগণকে সাথে নিয়ে আরো সুন্দর ভাবে বাগেরহাটকে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি।
বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, ্কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর