পশ্চিম সুন্দরবন থেকে দস্যুমুক্ত করুণ, মৎস্য জীবীদের পরিবার বাঁচান, সুন্দরবনের পর্যটকদের নিরাপদ ভ্রমনের পরিবেশ সৃষ্টি করুন ও সুন্দরবন নির্ভর অসহায় জেলে বাওয়ালিদের জীবিকা রক্ষার একমাত্র আয়ের পথ সুগমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে মৎস্যজীবীদের আয়োজনে, বাবুল রহমানের সঞ্চালনায় ও জেলেদের প্রতিনিধি মো. আজিবর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মো. সোলায়মান কবীর, রমজান নগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. শহিদুজ্জামান (সহিদ), জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. ফজলুল রহমান, জেলেদের মধ্যে বক্তব্য রাখেন মো. আকবর হোসেন, আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আইয়ুব আলী প্রমুখ
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আত্মসমর্পণকৃত বনদস্যু মঞ্জু বাহিনীর প্রধান মঞ্জু, প্রধান সহযোগী আলিফ সহ মিলন পাটোয়ারী প্রতিনিয়ত জেলেদের অপহরণ, নির্যাতন করে মুক্তিপণ আদায় করছে। এখনই উপযুক্ত সময় এদের রুখে দেয়ার। দেরি হলে এরা প্রভাব বিস্তার করতে পারে।
প্রতিবাদে অসহায় জেলেরা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিবালয় ঢাকা, র্যাব মহাপরিচালক সদর দপ্তর ঢাকা ও জেলা প্রশাসক সাতক্ষীরাকে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, জেলেদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর