
ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) হত্যা মামলার আসামি মো. দোলোয়ার হোসেন কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিসিএসসি, ময়মনসিংহ ও র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর কোম্পানি।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম। গ্রেফতার মো. দেলোয়ার হোসেন (৪০) ময়মনসিংহ সদর উপজেলার বাদেকল্পা এলাকার মৃত আঃ লতিফের ছেলে। রোববার রাতে ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা থেকে ফরিদপুর ও ময়মনসিংহ র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়,গত ১১ অক্টোবর দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার বাদেকল্পা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নিহত হোন। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের ছেলে মো. আলী হোসেন মিতুল বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন মামালার ৩নং আসামি। তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর