আমতলী বরগুনা ঢাকা কুয়াকাটা সড়ক দিয়ে চলাচলকারী বটতলা বাসস্ট্যান্ড ও বাধঘাট চৌরাস্তায় বিভিন্ন যানবাহনের কাছে থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল। এতে যানবাহনের চালক হয়রানির শিকার হচ্ছে।
টোল আদায়কারী ব্যক্তি ও ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এ সড়ক দিয়ে ১০০ থেকে ২০০ যান চলাচল করে। গত সাত দিন বিভিন্ন সময় বটতলা বাসস্ট্যান্ড ও বাঁধঘাট চৌরাস্তা এলাকায় অবস্থান করে দেখা গেছে, যানবাহন প্রতি মিনিবাস থেকে ১৫ এবং দূরপাল্লার পরিবহন থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে।
টোল আদায়কারী ও ঠিকাদারের অংশীদার আলআমিন বলেছেন, নির্ধারিত টোল বাবদ প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা সংগ্রহ হয়। এভাবে গাড়ি প্রতি টোল ১০০ টাকা করে বিশ বছর ধরে নিচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহনের এক গাড়ি চালক বলেন, আগে গাড়ি প্রতি ৫০ টাকা করে টোল দিতাম এখন ১০০ করে দিতে হয়।
আমতলী পৌরসভার সূত্রে জানা গেছে, প্রতিবার দূরপাল্লার পরিবহন প্রতি টোল ৮০ টাকা এবং মিনিবাস গাড়ি প্রতি ৩৫ টাকা টোল নির্ধারণ করা হয়।নির্ধারিত টোলের বাড়তি নেয়ার কোনো সুযোগ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার নির্ধারণ করা পরিবহন থেকে ৮০টাকার টোল ১০০ টাকা এবং মিনিবাস থেকে ৩৫ টাকার টোল আদায় হচ্ছে ৫০টাকা।
এসব বিষয়ে আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগটি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর