বগুড়ার শেরপুরে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২টি রাইচ প্রসেসিং মিলে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের চকপোতা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ সময় সোনার মদিনা প্রসেসিং রাইচ মিলকে (পঞ্চাশ) হাজার টাকা ও শিনু প্রসেসিং রাইচ মিলকে ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় তাদেরকে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খাঁন।
উপজেলা নির্বাহী অফিসার অশিক খান বলেন, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করতে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর