বগুড়ার শেরপুরে আলু বীজ বিতরণের সময় কৃষকদের মাঝে অসন্তোষ দেখা দিলে তিনজন ডিলারকে সোমবার (২৫ নভেম্বর) সন্ধায় সেনাবাহিনী আটক করে। এ সময় তাদেরকে নিয়ে অভিযান পরিচালনা করে তাদের নিকট থেকে ১২শ এর অধিক বস্তা আলু বীজ জব্দ করে প্রশাসনের জিম্মায় নেয়া হয়। আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসার পর সুষ্ঠভাবে বীজ বিতরণের অঙ্গীকার নিয়ে তাদেরকে আপাতত ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) উপজেলার কুসুম্বী ইউনিয়নের কৃষকদের মাঝে আলু বীজ আলু বিতরণের দিন ধার্য ছিল। ডিলার রফিকুল ইসলাম, আরজু ইসলাম মুন্জু ও সাব ডিলার নাহিদের ঘর থেকে ৬শ বস্তা আলুর বীজ বিতরণের শেষের দিকে বিকেল ৫টার সময় কৃষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দেয়। এসময় কৃষকরা মারমুখী হয়ে হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী উপস্থিত হয়ে তিনজন ডিলারকে আটক করে। তখন কৃষকরা দাবী করেন তাদের নিকট বীজ থাকা সত্ত্বেও তারা কৃষকদের কাঙ্ক্ষিত আলু বীজ দিচ্ছেনা।
এ সময় আটককৃতদের নিয়ে সেনাবাহিনী অভিযান পরিচালনা করলে তাদের জিম্মায় থাকা রাকিব সাকিব কোল্ড স্টোরে ১২ বস্তার অধিক বীজ আলু উদ্ধার করে। সে সকল বীজ আলু প্রশাসনের জিম্মায় নেয়া হয়। জব্দকৃত বীজ আলু কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের অঙ্গীকারে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তাদেরকে আপাতত ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বীজ বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না উপস্থিত ছিলেন।
কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না জানান, ৬শ বস্তা বীজ আলু বিতরণের শেষের দিকে কৃষক অসন্তোষ দেখা দিলে সেনাবাহিনী উপস্থিত হয়ে তিন জনকে আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ডিলারদেরকে ছেড়ে দেয়াড় কথা স্বীকার করে বলেন, আটককৃত তিনজনের নিকট থেকে ১২শর অধিক বস্তা বীজ আলু জব্দ করা হয়। জব্দকৃত বীজ আলু সুষ্ঠভাবে বণ্টনের অঙ্গীকারে আপাতত তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। যা আগামীকাল উপস্থিত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর