শিক্ষার্থীদের সুবিধার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিটিজেন চার্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এই চার্টার উদ্বোধন করেন। এই চার্টারের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি সেবা পাবেন, দপ্তরগুলোর কাজ কি ও বিশ্ববিদ্যালয়ের কোথায় কোন ভবন অবস্থিত ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই ডিজিটাল চার্টারের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে ডিজিটালাইজেশনের সূচনা করছি। আমরা আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করব। এটি উপাচার্য বোর্ড নয় বরং বিশ্ববিদ্যালয় বোর্ড হিসেবে পরিচিত হবে। এই চার্টারের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা এক নজরে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের একটি সামগ্রিক ডিসপ্লে এখানে প্রদর্শন করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর