
নবীগঞ্জের বাউসা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়া ও তার ছেলে মোহন মিয়ার নেতৃত্বে ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের উপর হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে টাকা লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
উক্ত লুটপাটের ঘটনায় দেবপাড়া ইউনিয়নের বাশডর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোফাজ্জল হোসেন ৭ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন ও জয়নাল মিয়া তার ছেলে মোহন মিয়াদের সাথে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছে। উক্ত বিরোধের কারণে তারা মোফাজ্জল হোসেনের জানমালের ক্ষতি করবে বলে বিভিন্ন সময় হুমকি দিয়া আসছে। মোফাজ্জল হোসেন দেবপাড়া বাঁশডর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে বিকাশের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব বিরোধের কারণে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল মিয়া ও তার ছেলে মোহনের নেতৃত্বে রফি মিয়া, শামিম মিয়া, নয়ন মিয়া, তোফাজ্জল মিয়া, নাঈম মিয়া মোফাজ্জল হোসেন এর দোকানে গিয়ে তার উপর হামলা চালায়। হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে।
মোফাজ্জল হোসেন এর চাচাতো ভাই সুয়েব মিয়া তাকে বাচাতে এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। হামলা চালিয়ে মোফাজ্জল হোসেন এর দোকান থেকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে যায়। দোকানে থাকা ১টি সাউন্ড মিক্সার মেশিন, ২টি এমএক্স ফারগান লাইট ভাঙচুর করে। মোফাজ্জল হোসেন এর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জয়নাল মিয়াগংরা তাকে ও তার চাচাতো ভাইকে প্রাণে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
আহত অবস্থায় মোফাজ্জল হোসেন ও সুয়েব মিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর