বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কুমিল্লার দেবিদ্বারে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সমাজ কল্যাণ অফিসার মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানা ওসি(ভারপ্রাপ্ত) মো. শাহিনুল ইসলাম এবং দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়সহ আরও অনেকে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতের উপস্থিত পরিবারের সদস্যের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন। আহত নিহতদের পাশে আজীবন সাহায্য সহযোগিতা নিয়ে থাকার প্রতিজ্ঞা করেন। এবং দেবিদ্বারে জুলাই আগস্ট ফাউন্ডেশন এর একটি অফিস থাকবে, সেখানে আহত নিহত পরিবারের সদস্যরা যেকোন সমস্যা নিয়ে আসবে এবং আমরা সমাধান করবো।
স্বাক্ষাৎ শেষে দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌরগণ পাঠাগারে পাঠকদের জন্য বিভিন্ন ঐতিহাসিক লেখকদের প্রায় সাতশো বই উপহার দেন এবং উপস্থিত রেওয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ও মফিজ উদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রতিযোগিতা মূলক লেখাপড়া চালিয়ে সর্বোচ্চ ফলাফল করার আহ্বান করেন এবং ছাত্র- ছাত্রীদের কে কুইজ প্রতিযোগিতা ক্লাব গঠন করতে বলেন এবং তার পক্ষ থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর