
ঢাকার কেরানীগঞ্জে এস,এম গ্যাস প্রো নামের একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার বেশ কিছু মেশিনারি পুড়ে গেছে। এসময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তারা দ্রুত আবাসিক এলাকা থেকে এই বিপজ্জনক কারখানা সরিয়ে নিতে বিক্ষোভ করে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে এলপিজি সিলিন্ডার থেকে লাইটারে গ্যাস ভরে লাইটার তৈরি করা হতো।
অসাবধানতাবশত হঠাৎ কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন দ্রুত কারখানার ভেতরে থাকা কয়েক হাজার গ্যাস লাইটারের মাধ্যমে কারখানার ভেতর ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে কারখানাটির ম্যানেজার হিমেল হোসেন জানান, কারখানাটিতে তিনটি মেশিন ও বিপুল পরিমাণ তৈরি করা গ্যাসলাইটার, মালামাল পুড়ে গেছে। এতে আমাদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু গ্যাস সিলিন্ডার সরিয়ে ফেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। আবাসিক এলাকায় এ ধরনের ফ্যাক্টরির কোন অনুমোদন আছে কিনা এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর