বাংলাদেশর ইসকনের সন্ন্যাসী নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা শহরে প্রতিবাদ মিছলের ডাক দিয়েছে বিজেপি। এর পাশাপাশি ইসকন নেতার মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতা শহরের রাজপথে নামছেন সনাতনীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সাংবাদিক সম্মেলন করে পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ (দক্ষিণবঙ্গ) শাখা। সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় যে বৃহস্পতিবার কলকাতার শিয়ালদা স্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে পার্ক সার্কাসের বেকবাগান এলাকার অবস্থিত বাংলাদেশের কলকাতাস্থ রাষ্ট্রদূত অফিসের সামনে যাবে। সেখানে বিক্ষোভ করবেন তারা।
এদিকে, চিন্ময় দাসের গ্রেপ্তার ও জামিন বাতিল প্রসঙ্গে ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্র মন্ত্রণালয় লিখিত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে ইউনুস সরকারের কাছে।
বিবৃতিতে বলা হয়, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়াও হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরা ছোয়ার বাইরে সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃবিতে বাংলাদেশের হিন্দুসহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহবান জানানো হয়।
এদিকে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আগে থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা এবং কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বরকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রার/সা.এ
সর্বশেষ খবর