নেত্রকোনার বারহাট্টায় মৎস্যজীবীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার চিরাম ইউনিয়নের রামারবাড়ি গ্রামের এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে মঙ্গলবার বিকেলে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী সচেতন নাগরিক সহ সন্ত্রাসীদের হামলায় আহত ব্যক্তিরা অংশ নেন।
গত ২২ নভেম্বর বিকেলে রামারবাড়ী গ্রামের গুমাই নদীতে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী পুটুকিয়া গ্রামের রবিউল ইসলাম ও মজিবুরের নেতৃত্বে তার লোকজন মো. শফিকুল ইসলামের কাছে গিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় রবিউল ইসলামের নির্দেশনায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার লোকজন শফিকুলের উপর অতর্কিতে হামলা চালায়।
এ সময় তার ডাক চিৎকারে ছোটভাই আতিকুল এবং তরিকুল মিয়া, লামিম মিয়া এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। তাদের আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে তাদের হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এর আগে এলাকার সন্ত্রাসী রবিউল ইসলামের লোকজন পূর্ব থেকেই মৎস্যজীবী শফিকুল ও তার পরিবারের সদস্যসহ গ্রামবাসীদের কাছে চাঁদা দাবি করে আসছিলো এবং চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।
ঘটনার পর ২৫ নভেম্বর এ ব্যাপারে রবিউল ইসলামকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে বারহাট্রা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বারহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান,বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর