
২০০৯ সালে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ বিডিআর সদস্যদের জেল থেকে মুক্তি এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে সিরাজগঞ্জ বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কল্যাণ পরিষদের সভাপতি হাবিলদার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিডিআর সন্তান জুয়েল রহমান, ল্যান্ড নায়েক সিদ্দিকুর রহমান ও বিডিআর পরিবারের সন্তান রুম্মন রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের ঘটনায় পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছে। প্রহসনের বিচারে সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যকে জেলবন্দি এবং ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৫ বছর যাবত বিডিআর সদস্যগণ অবহেলা অবজ্ঞা নিয়ে বেঁচে আছে। পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী অবিলম্বে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দেয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর