পাচার করে ৫'শ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৩৮১) জব্দ করেছে শিবালয় থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক-হেলপার দুজনকেই আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ট্রাকটি আটক করা হয়।
আটককৃত ট্রাক চালকের নাম মো. বাবুল হোসেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা এলাকায়। এবং হেলপার মো. আসলামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা।জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ওই সময় ট্রাকের চালক ও হেলপারা দুজনকেই আটক করা হয়। তাদের কাছে কোন চালান, ভ্যাট ট্যাক্সের কাগজপত্র পাওয়া যায়নি। যেখানে সারগুলো নিয়ে যাওয়ার কথা তাদের সাথে আমরা কথা বলেছি তারাও স্বীকার করছে না। চালক এবং হেলপারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলার প্রস্তুতি চলছে এরপর আমরা তাদের আদালতে প্রেরণ করব।'
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর