সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়নের সাতকুর্শি গ্রামে পুরাতন পুকুর সংস্কার করছিলেন জফের আলী নামে মৎস্য খামারি। পাকা রাস্তা ভেঙ্গে যাওয়ায় ও পুকুরের পার সংস্কার করার জন্য পুকুরে বেকু নামায় রবিবার রাতে। পরে স্থানীয় কিছু লোক জন এসে বেকুর চাবি ছিনিয়ে নিয়ে ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর আলী গং এর বিরুদ্ধে । পরে নিমগাছি সেনাবাহিনী ক্যাম্পের হস্তক্ষেপে সমাধান হয়েছে।
ভুক্তভোগী মৎস্য খামারি জফের আলী জানান,আমি একজন মৎস্য খামারি থানার ধুবিল ইউনিয়ন সাতকুর্শি গ্রামে ৫ বিঘা জমিতে পুকুর চাষ করছিলাম। পুকুরটি পাড় ও সরকারি পাকা রাস্তা ভেঙ্গে যাওয়াতে পুকুরটি সেচ দিয়ে শুকিয়ে বেকু দিয়ে পুকুরটি পাড় ও রাস্তার সংস্কার করছিলাম। রবিবার রাতে ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর আলী গং লোকজন এসে ৪ লক্ষ টাকা চাঁদা বাদি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বেকুর চাবি নিয়ে যায় তারা। সোমবার সলঙ্গা থানায় ও নিমগাছি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ অভিযোগ দায়ের করি। মঙ্গলবার সেনাবাহিনী ক্যাম্প থেকে ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর আলী গংকে ডেকে নিয়ে যায়। পরে সে স্থান থেকে এসে দাবিকৃত চাঁদা না নিয়ে চাবিটি ফেরত দিয়েছেন। এখনও চাঁদাবাজেরা হুমকি-দামকি দিয়ে আসছে।
ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর আলী বলেন, স্থানীয় কিছু ছেলে বেকুর চাবি নিয়ে যায়। সেনাবাহিনী ক্যাম্প থেকে আমাদের ডেকেছিল। ফিরে এসে জফের আলীকে তার বেকুর চাবি ফিরিয়ে দেওয়া হয়েছে। চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন তিনি। বিষয়টি সমাধান হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর