সিরাজগঞ্জ শাহজাদপুরের বাড়াবিল প্যাচপাড়া গ্রামে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার প্রতিবাদ করায় জায়গার মালিককে মারপিটের ঘটনা ঘটেছে।
জানা যায়, শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল দিঘলাপাড়ার ভিতর দিয়ে কবরস্থান পর্যন্ত একটি রাস্তা তৈরির অংশ হিসেবে মৃত হাজী বেলালের পুত্র হাসিবুল ইসলাম ওরফে ফরহাদকে এলাকাবাসী ১২ফুট জায়গা ছেড়ে দিতে বললে তিনি তা ছেড়ে দেন। পরবর্তীতে আরও অতিরিক্ত জায়গা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান।
এতে ক্ষুব্ধ হয়ে রাস্তা নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা গত রবিবার (২৪ নভেম্বর) বাড়াবিল সাত্তারের বাড়ির সামনে পৌঁছলে জহুরুল ইসলাম, সানাউল্লাহ, ইউনুস আলী, রিপন শরিফুল ইসলাম, আব্দুল্লাহ মামুন পথ রোধ করে দেশি অস্ত্র সস্ত্র নিয়ে হাসিবুলের উপর হামলা করে।
এসময় রাস্তা তৈরির জন্য আরও অতিরিক্ত জায়গা না দিলে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। হাসিবুলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে রাস্তার নির্মাণের সাথে সংশ্লিষ্টরা জানান, হাসিবুলের সাথে কথা বলেই রাস্তা তৈরি করা হচ্ছে। তবে অতিরিক্ত জায়গাটি ছাড়া রাস্তা তৈরি সম্ভব হচ্ছেনা বিধায় তাকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কিছুতেই রাজী না হওয়ায় রাস্তা তৈরিতে বিপত্তি ঘটছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর