ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ছে না। বুধবার (২৭ নভেম্বর) রাতেই শেষ হচ্ছে চলতি শিক্ষাবর্ষের আবেদন। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আজ রাত ১১টা ৫৯ মিনিটে এবারের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হচ্ছে। ইতোমধ্যে কারিগরি সমস্যার কারণে সেবা প্রদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে দুইদিন বৃদ্ধি করা হয়েছে। যার ফলে ফের নতুন করে আবেদনের সময়সীমা বৃদ্ধির সুযোগ নেই। রাতে মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যদি আবেদন না করেন, পরবর্তীতে আবেদনের সুযোগ পাবেন না।
বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চার ইউনিটে সর্বমোট ৩ লাখ ২৫ হাজার ১৮০ জন এ পর্যন্ত আবেদব পড়েছে বলে জানান ওঔ অধ্যাপক। তিনি বলেন, এখনও আবেদন চলমান থাকাতে এই সংখ্যা বেড়েই চলেছে। তবে সবমিলিয়ে নির্দিষ্ট কত আবেদব পড়েছে সেটি আগামী সোমবার জানাতে পারব।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। আগামী ২৩ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। বিশ্ব ইজতেমার কারণে আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর