
সকল সমর্থকদের হামলায় আইনজীবী মো. সাইফুল ইসলাম নিহতের ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা এই হত্যার তীব্র নিন্দা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, গত ৫ই আগস্ট এর পর থেকে স্বৈরাচারের দালালেরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পরে লেগেছে।
সেই ধারাবাহিকতায় ইসকন নামক জঙ্গি সংগঠনও স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে আমাদের ভাইকে দিবালোকে সবার সামনে নির্মম ভাবে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
অতি দ্রুত ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে দেশ থেকে নিষিদ্ধ করার দাবিও জানান শিক্ষার্থীরা।
এসময় ইমদাদ হোসেন, মো. আশরাফুল ইসলাম, ইমন খান, মোহাম্মদ আল রাফি, হাফিজুল ইসলামসহ শতাধিক মানিকগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর