
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া বাজারে জুবেদা ভিলা নামে একটি মার্কেটে বুধবার (২৭ নভেম্বর) বিকালে আগুন লেগে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের দাবি এ মার্কেটে একটি দার্হ্যপদার্থের অর্থাৎ ডিজেল, পেট্রোল ও অকটেনের দোকান রয়েছে, যা অনুমোদনহীন।
তাঁতকুড়া গ্রামের তানিম নামে এক ব্যবসায়ী এ দোকানের মালিক। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রাশিদ জানান- এ মার্কেটেই তার একটি ধান ভাঙার দোকান রয়েছে। আনুমানিক বিকাল ৩টায় পার্শ্ববর্তী দোকান মালিক তানিম এসে জানায় তাঁর ডিজেল-পেট্রোলের দোকানে আগুন লেগেছে। তিনি দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সেখানে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা ছিল না। এসময় হঠাৎ একটি তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে যায়। এনজিও থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়ে দুই বছর আগে এই দোকানটি চালু করেছিলেন তিনি, আগুনে সবকিছু পুড়ে গেছে তাঁর।
মার্কেটের বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন- তাঁর দুইটি মেশিনারিজ দোকান রয়েছে। তিনি কাজ করছিলেন, হঠাৎই দেখতে পান আগুন চারপাশে ছড়িয়ে গেছে। কোন মালামাল রক্ষা করতে পারেননি তিনি।
মার্কেটের মালিক ডৌহখলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ বলেন- তানিম অস্থায়ীভাবে দোকানটি ভাড়া নিয়েছিলো, সে কিসের ব্যবসা করবে তা আমাকে বলেনি। তিনি আরও জানান- এ মার্কেটে ৭টি দোকান ছিল, সবগুলোই পুড়ে গেছে।
গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হাসানুজ্জামান শাহিন বলেন- যে ডিজেল-পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তার কোন অনুমোদন নেই। দোকানটিতে অসংখ্য ড্রামে দাহ্য পদার্থ রাখা হয়েছে। কোন অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস সময়মতো না আসলে আরও ভয়াবহ বিপর্যয় ঘটে যেতো। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন। তবে মার্কেট ও দোকান মালিকদের দাবি আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর