
আমাদের শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে,আমাদের শিক্ষকরা এটা নিয়ে গুরুত্ব পুণ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করি, এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভ’মিদের সপ্তাহে অন্তত একটি করে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করার জন্য বলেছি। পাংশা উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা এ উপজেলায় অনেক গুনি মানুষের জন্ম হয়েছে, খেলাধুলার ক্ষেত্রে উপজেলা ক্রীড়া সংস্থার ভবন দ্রুতই নির্মাণ করা হবে, সেই সাথে সকলেই যাতে আমরা সবাই সবাইকে সম্মান করি, সেবা গ্রহিতাদের সাথে ভাল ব্যবহার করতে হবে তাদের বুঝিয়ে বলতে হবে, আমাদের আচরণের জন্য কেউ যেন কষ্ট না পায়।
রাজবাড়ীর পাংশায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার মোহা. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার মোহা. সালাউদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এবাদত আলী,উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শামীম হোসেন, আহবায়ক কমিটির সদস্য কবি সাংবাদিক কাজী সেলিম মাবুদ, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ তাদের পরিচয় ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা ক্রীড়া সংস্থার ভবন নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সাংবাদিক,ক্রীড়া সংগঠক খেলোয়ারবৃন্দ, শিল্পকলা অ্যাকাডেমির শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর