
সুজুকি মোটরসাইকেলস বাংলাদেশ, বাইকিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর। যা দেশের বাইকারদের জন্য আনবে স্পিড, কন্ট্রোল এবং মটোজিপি টেকনোলজির এক অনন্য অভিজ্ঞতা।
এই সিরিজের বাইকগুলোতে রয়েছে মটোজিপি প্রযুক্তি থেকে উদ্ভাবিত ২৫০ সিসি ইঞ্জিন, যা নতুন সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ পারফরম্যান্স এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। এছাড়া, বাইকগুলোর ৬-স্পিড গিয়ারবক্স নিখুঁত কন্ট্রোল এবং চমৎকার রাইডিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়।
সুজুকি গৌরবের সঙ্গে দাবি করছে যে- জিক্সার ২৫০ এই শ্রেণির সবচেয়ে দ্রুতগতির বাইক। এটি প্রিমিয়াম ডিজাইন এবং অবিশ্বাস্য পারফরম্যান্সের এক অসাধারণ সমন্বয়। সাম্প্রতিক নীতিমালার পরিবর্তন হাই-পাওয়ার মোটরসাইকেলের জন্য বাংলাদেশের বাজার খুলে দিয়েছে। যার ফলে, দেশে সুজুকি’র এই বাইকগুলোর উপস্থাপনা সম্ভব হয়েছে এবং বাইকারদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন সম্ভাবনার যুগ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর