জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শহীদ এম. মনসুর আলী অডিটোরিইয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলার শহীদ ১১ জনের পরিবার, ১৬৫ জন আহত ও তাদের পরিবারের সদস্য ও ছাত্র সমন্বয়করা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, পুলিশ সুপার ফারুক হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল আমীন, জেলা জামায়অতের আমীর মাও. শাহীনুর আলম, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ছাত্র সমন্বয়ক মুনতাসির মেহেদী, সালমান জোয়ার্দ্দার, টিএম মুশফিক সাদ ও জিসান প্রমুখ।
সভায় বক্তারা, জুলাই-আগষ্টে গণঅভ্যুত্থানে শহীদদের নাম চিরস্মরণীয় রাখতে বিভিন্ন স্থাপনা ও রাস্তার নামকরন এবং আহতদের সুচিকিৎসার জন্য রাষ্ট্রের কাছে আবেদন জানান। একই সাথে জেলা আরো বেশী সংখ্যক আহত রয়েছে তাদের নাম আহতদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান।
এছাড়াও ছাত্র-জনতার রক্তে রঞ্জিত দেশের স্বাধীনতাকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি উপলক্ষে চিত্রাংক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিশেষ মোনাজাত করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর