
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।
তিনি আরও বলেছেন, এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে ষড়যন্ত্র করছে। তিনি ছাত্র জনতাকে সজাগ ও ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ, আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের সভাপতি কে.এম মাহবুবার রহমান হারেজ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ এ্যাড. শাহাদাত হোসেন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন।
শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান টুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, পৌর যুবদল আহ্বায়ক শাহবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কলিন্স, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ন শুয়াইব আহমেদ চপল, পৌর যুবদলের সদস্য রফিকুল ইসলাম মানিক, জুলাইয়ে গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থীর নুসরাত জাহান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর