
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক দৈনিক মা নবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম।
সংগঠনের সদস্য সচিব দৈনিক নয়া দিগন্ত এর জেলা প্রতিনিধি মো. আল আমিনের সঞ্চালনায় এতে সাংগঠনিক আলোচনায় অংশ নেন আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক কা লের কণ্ঠ ও এ টিএ ন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক স্ব দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাং লা ও না গরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক ইন কিলাব এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ ও দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন, সাংবাদিক সদস্য দৈনিক আ জকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক আজকের বি জনেস বাংলাদেশ এর নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ, দৈনিক দেশের ক ণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ, বিডি টুয়েন্টিফোর লাইভ ডটকম এর জেলা প্রতিনিধি মো. সাখাওয়াত হোসেন আকাশ প্রমুখ।
সভায় দৈনিক খবরের কাগজ এর জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতুর হাতে সাংবাদিক সদস্য ফি জমার রশিদ তুলে দিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের আহ্বায়ক আশরাফুল ইসলাম।
সভায় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সাংগঠনিক নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর