
কিশোরগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কারেক্টরেট সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, সিভিল সার্জন ডা, সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, জুলাই-আগস্ট আন্দোলনে আহতগণ, শহিদ পরিবারের পক্ষে শহিদ মো. সোহেল রানার মাতা নুরজাহানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় আহত মোঃ সাখাওয়াত হোসেন আকাশসহ অনেকের বক্তব্য শুনেন জেলা প্রশাসক সহ অন্যান্যরা।
সভায় শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের সম্মানে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের কাছে সম্মাননা চেক হস্তান্তর করা হয়৷
শাকিল/সাএ
সর্বশেষ খবর