
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিদ্যুতায়িত হয়ে প্রতিমা সাঁওতাল (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দিকে উপজেলার সাঁওতাল পাড়ায় এ ঘটনা ঘটে।সে ঐ এলাকার দিলীপ সাঁওতালের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলাধীন ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের সাঁওতাল পাড়া এলাকার বাড়ির পার্শ্ববর্তী ভাণ্ডার শরীফ পোল্ট্রি ফার্মে লাকড়ি কুড়াতে গেলে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আহত কিশোরীকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থল পার্শ্ববর্তী লক্ষ্মীছড়ি থানার আওতাধীন হওয়া উক্ত থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
আর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন লক্ষ্মীছড়ি থানার ওসি মু: খালেদ হোসেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর