
নবীগঞ্জ প্রেসক্লাবের জরুরি কার্য নির্বাহীর সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদ চৌধুরী, নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, শাহ সুলতান আহমদ, মো. মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম।
সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, বর্তমান সভাপতি রাসেল চৌধুরী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ সহ ৩ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২০২৫ইং এর কমিশন গঠন করা হয়েছে। উক্ত নির্বাচন কমিশন নবীগঞ্জ প্রেস ক্লাবের ২০২৫ সালের কমিটির নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর