ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হ্যাককৃত একটি সাব ডোমেইন ওয়েবসাইট নিয়ন্ত্রণে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। হ্যাকের ঘটনার পরপর বিষয়টি আমলে নিয়ে কাজ শুরু করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল, পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সাইটটি।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষার।
তিনি বলেন এটা তো অনেক পুরোনো ডিজাইন ছিল, এটি আমরা পরিবর্তন করে ফেলব। এর পাশাপাশি শিগগিরই নামটি পরিবর্তন করে ফেলা হবে। তারা (হ্যাকার) বাহির থেকে একটা পেজ পরিবর্তন করেছে, তবে লগ ইন করতে পারেনি। আশা করি, এই সমস্যাটি এখন আর হবে না।
এছাড়া অন্য সাইটগুলোতে কোন অ্যাটাক বা কোন পরিবর্তন করেছে কি-না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তুষার বলেন, আমরা চিহ্নিত করেছি কোথায় তারা কি পরিবর্তন করেছে। এগুলো তো অন্যালাইসিসের বিষয়, অন্যালাইসিস শেষে আমরা এ সংক্রান্ত বিস্তারিত বলতে পারব।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সাব ডোমেইন ওয়েবসাইট (ssl.du.ac.bd) হ্যাক হয়। ওয়েবসাইটে হ্যাকাররা তাদের পরিচয় দিয়ে ইংরেজিতে লিখা, ‘উই আর মুসলিম ব্ল্যাকহেটস অ্যান্ড স্পাই এজেন্টস’
ওয়েবসাইট হ্যাক করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি বার্তা দিয়ে হ্যাকাররা লিখেছে, আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্র থম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্র থম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।
এতে আরো লিখা হয়েছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনও দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনও ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।
হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে— #banISKCON, #banProthomAlo, #justiceshouldbeserved
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর