ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে আতাহার আলী (৩২) নামে পরপর দুইবারের জেল পলাতক আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত মধ্যে রাতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও গৌরীপুর সার্কেলের দিকনির্দেশনা মোতাবেক নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ আহমেদ এর নেতৃত্ব পুলিশের একটি টিম নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়ন থেকে উক্ত আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আতাহার আলী নান্দাইলের শেরপুর ইউনিয়নের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে আতাহার আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নান্দাইল মডেল থানার (ওসি) মো.ফরিদ আহমেদ। তিনি আরোও জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আতাহার আলী নরসিংদীর মনোহরদী এলাকায় জনৈক খলিলের গরুর খামারে কাজ করতো। সেখান থেকে পালিয়ে আসলে মালিক মনোহরদী থানায় গরুর চুরির একটি মামলা দেয়। সে মামলায় আতাহার আলী গ্রেফতার হয়ে নরসিংদী কারাগারে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা হয় সেখান থেকে গত ১৯ জুলাই কারাগার থেকে পালিয়ে যায় আতাহার আলী। ৪ দিন পর আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠায় আতাহার আলীকে।
এদিকে গত ৭ই আগস্ট গাজীপুরের কাশিপুর কারাগারে হামলা হয় সেখান থেকেও আতাহার আলী পালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় ১৫ই আগস্টে ভাঙচুর ও লুটপাটের মামলা হয়। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আতাহার আলী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় এলাকায় আত্মগোপন ছিলেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ আহমেদ বলেন,ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মহোদয় ও গৌরীপুর সার্কেলের সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নান্দাইল থানা পুলিশের ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর