
দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ২১ সদস্য পদত্যাগ করায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সিবিএ কার্যালয় সংলগ্ন কারখানার হাউজিং মাঠে নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন কমিশন গঠিত হয়।
সিবিএ সূত্রে জানা গেছে, ২০২৪ ইং সালের এপ্রিলে আওয়ামী লীগ মনোনীত প্যানেল রবিউল ইসলাম সভাপতি ও মো. শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্র জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর সিবিএর কার্যক্রম সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে। শ্রমিক কর্মচারীদের দাবির মুখে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ নির্বাচন কমিশন গঠন করে। কারখানার অ্যামোনিয়া শাখার মাস্টার অপারেটর আবু সাইদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল মতিন, উজ্জ্বল কুমার সরকার, ইব্রাহিম খলিল ও নুরুল ইসলাম।
অপরদিকে, কারখানার সব শ্রমিক-কর্মচারী ও ভোটারদের নিয়ে পদত্যাগী কমিটির সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিবিএ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম। এ সময় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা শহিদুল ইসলাম, সারকারখানা সহ-ব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল আলম, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা শ্রমিক দলের উপদেষ্টা গোরাকেশ সাহা ভজ, উপজেলা বিএনপির সদস্য রাশেদুল ইসলাম লিটন, যমুনা সারকারখানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক লিপ্টন প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর