ইংল্যান্ড এবং ওয়েলসের খ্যাতিমান আইনজীবী মো. মাহাবুবুর রহমান লিংকন্স ইন থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করেছেন।
এর আগে বার স্ট্যান্ডার্ডস বোর্ড (Bar Standards Board) তাকে প্র্যাকটিসিং ব্যারিস্টার হিসেবে অনুমোদন প্রদান করে। তিনি দীর্ঘদিন ধরে সলিসিটর অ্যাডভোকেট হিসেবে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের আদালতে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন। বর্তমানে তিনি নিউ ওয়াক চেম্বার্স (New Walk Chambers)-এ টেনান্সি লাভ করেছেন।
ব্যারিস্টার মাহাবুবুর রহমান তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে যুক্তরাজ্যের আইনাঙ্গনে অনন্য স্থান তৈরি করেছেন, যা বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনুপ্রেরণা। তার জ্ঞান ও অভিজ্ঞতা ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রত্যাশা করছেন।
মাহাবুবুর রহমান ২০১৫ সালে পেশাদার সাংবাদিকতা ছেড়ে আইন পেশায় যোগ দেন। প্রথমে তিনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরোতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন এবং পরে লন্ডনের জেএস সলিসিটর ফার্মে প্যারালিগাল হিসেবে যুক্ত হন। গার্ডেন কোর্ট চেম্বার্সের প্রখ্যাত বিচারক ও ব্যারিস্টার মার্ক সায়েমসের সহকারী হিসেবেও তিনি কাজ করেছেন।
তিনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ, মানবাধিকার, অ্যাসাইলাম ও ইমিগ্রেশন, এবং মানি লন্ডারিং বিষয়ে বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তিনি ওয়েস্টমিনস্টার ইউনিভার্সিটি থেকে লিগ্যাল প্র্যাকটিস কোর্স করেন। এছাড়া, স্টকহোম ইউনিভার্সিটি ও হেগের আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের যৌথ প্রকল্পে গবেষণা সম্পন্ন করেন। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ইউনিভার্সিটি থেকে ইউরোপীয় মাইগ্রেশন ও ডাইভারসিটি বিষয়ে বিশেষায়িত কোর্সও সম্পন্ন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দৈনিক আমার দেশ, বাংলাবাজার পত্রিকা, দ্য গার্ডিয়ান (ইউকে) এবং রয়টার্সে কাজ করেছেন। এছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিল, কিংস কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সের বিভিন্ন প্রোগ্রামে যুক্ত ছিলেন। মানবাধিকার সংস্থা রেড্রেস এবং বিভিন্ন চ্যারিটি সংস্থায় তার কার্যক্রম প্রশংসিত।
ব্যারিস্টার মাহাবুবুর রহমান ল’ সোসাইটি ও এসআরএ-র সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ খবর