
দেশের অনলাইন কেনাকাটার জনপ্রিয় মাধ্যম ‘অথবা ডটকম’ ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল—৯’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ক্রেতারা পাচ্ছেন লাখেরও অধিক পণ্যের উপর সর্বোচ্চ ৮৯ শতাংশ ডিসকাউন্ট।
বৃহস্পতিবার ‘অথবা ডটকম’ এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিন ব্যাপী ক্যাম্পেইনটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। অথবা ডটকম—এর হেড অব বিজনেস মোহাম্মদ তানবীর হোসেন বলেন ‘অথবা ডটকম’ এর ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল—৯’ ক্যাম্পেইনে রয়েছে ৯ টাকায় পণ্য, অথবা জাদুর বাক্স, বোগো অফার ও ফ্রি হোম ডেলিভারি সুবিধা। এছাড়া যেকোনো ব্যাংকের ভিসা, মাস্টার ও অ্যামেক্স কার্ডে পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। আরও থাকছে নগদ ও বিকাশ পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকে কেনাকাটার সুযোগ।
তিনি আরো বলেন, ক্রেতারা ‘অথবা ডটকম’ এর সাইটে গিয়ে হাউজহোল্ড, ফার্নিচার, ইলেকট্রনিকস পণ্য, বাইসাইকেল, টয়েজ, পোশাক, স্মার্টফোন, ঘড়ি, গিফট আইটেম ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন ধরণের পছন্দের পণ্য ক্রয়ে পাবেন ৮৯ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ৬ ডিসেম্বর পর্যন্ত এ অফারগুলো চলবে”।
আকর্ষনীয় অফারে কেনাকাটার জন্য ভিজিট করুন অথবা ডটকমে https://www.othoba.com/grand-shopping-festival to
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর