
মানিকগঞ্জ সদর উপজেলার ঘোস্তা এলাকা থেকে আঁখি আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকালে স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আখিঁ আক্তার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী। তিনি ১৫ মাস বয়সী এক পুত্র সন্তানের জননী ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, 'খবর পেয়ে নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় সদর থানায় একটি ইউডি (অপমৃত্যু মামলা) মামলার প্রক্রিয়া চলছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর