স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের নেতৃত্বে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি NTP এবং USAID এর সহযোগিতায় health systems for TB (hs47 TB)প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ধারাবাহিক সাফল্য বজায় রাখা এবং নিজস্ব অর্থায়নে টেকসই ব্যয়সাশ্রয়ী , উচ্চমান সম্পন্নও সর্বব্যাপী যক্ষ্মা সেবা অব্যাহত রাখা এই প্রকল্পের মূল।
প্রকল্পের আওতায় pilot on collection and transpiration of School simples of under 5 children to detect child TB case in sadar, barhatta and mohanganj upzila of Pune district. Of Hs4TB project শীর্ষক মাঠ পর্যায়ের কার্যক্রমের জন্য চুক্তিবদ্ধ সংস্থা ইকু ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO কর্তৃক পর্যায়ের সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নেত্রকোনা জেলার স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে session and organisation কর্মশালার আয়োজন করা হয়।
৩০ নভেম্বর ২০২৪ সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, বনানী বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলে ড. মো: এনামুল হক মহাপরিচালক স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিট স্বাস্থ্য মন্ত্রণালয়, জনাব আসাদুল ইসলাম টেকনিক্যাল অ্যাডভাইজার USAIDHs41TB ডা: মো: শহীদুজ্জামান প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (ইউ এনডি ইউ) , জনাব মোঃ রাকিবুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),জনাব মামুন খন্দকার সহকারী পরিচালক স্থানীয় সরকার অধিদপ্তর,নেত্রকোনা।
জনাব লুৎফুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনা, ডাক্তার মোঃ সাইফুল হাসান অধ্যক্ষ নেত্রকোনা মেডিকেল কলেজ, অনুপম ভট্টাচার্য সিভিল সার্জন নেত্রকোনা, ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান তত্ত্বাবধায়ক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, ডাক্তার সামিনা চৌধুরী ইনফেকশাস ভাইজার টিম USIID, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এম কিবরিয়া হেলিম সহ স্থানীয় এনজিও গণমাধ্যম কর্মীসহ সরকারি কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর